এলো ফাগুন আসুক বৃষ্টি
শহর ভিজুক প্রেমিক ভিজুক প্রেমিকা ভিজুক ডিসেম্বরের বিষাদ বুকে নিয়ে।
এতকাল কেউ হাতে হাত রাখেনি ভালোবেসে
একুশটি জীবন্ত বসন্ত পেরিয়ে আজও বসন্তের ফুলের হাসিতে গাছের ডালে ডালে পাখিরা গান গায় খেলা করে।

দিনগুলো রঙীন আবার বেরঙীন
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলও ঝরে পড়ে মাটিতে বিলীন হয় একসময় শব্দহীন খুবই নির্মল খুবই স্বচ্ছ ও নিরপেক্ষ।
সুচেতনা শিশিরভেজা ঘাসে আমাদের হেঁটে যাওয়ার চিহ্ন এখনো মুছে যায়নি
কোনো প্রেমিক তাঁর প্রেমিকার হাত ছাড়েনি আমার এই শহরের পথে চলতে চলতে - আমি দেখেছি তাঁদের অভিমান দেখেছি তাঁদের মনক্ষুন্ন আর্তনাদ তবুও তাঁরা আমার এই শহরের পথে হাত ছাড়েনি বরং শক্ত করে আরো শক্ত করে হাত ধরেছে যেমন ভাবে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে বেঁচে থাকে --- তেমন।

অথচ সুচেতনা তুমি আমার এই শহরের পথ থেকে আমার হাত ছেড়েছো অদ্ভুত নিয়মে
এমন ভাবে যেমন ভাবে তারা খসে পড়ে মহাকাশের বুক থেকে- তেমন।
সুচেতনা তবে আমার এই শহরের পথে যে প্রেমিক প্রেমিকারা হাতে হাত রেখে চলে গেছে তাঁদের ভালোবাসা চিরস্থায়ী ছিল।
অথচ তুমি ভুল ছিলে নাকি আমি ভুল ছিলাম পৃথিবীর কাছে কিংবা একুশটি বসন্তের কাছে !!
নিদ্রাহীন চোখে রাতের কবিতা জেগে থাকে আমাকে সান্ত্বনা জানাতে
সান্ত্বনা ভিতর আমার যে অস্তিত্ব তা চিরবসন্তের চির জীবনের।
পৃথিবী থেকে প্রেম মুছে যায় প্রেম ধুয়ে যায়
ভালোবাসা পথ বদলিয়ে ফেলে
তবুও আমার সমস্ত কবিতা আমাকে বাঁচাতে শেখায় প্রতিটি মুহুর্ত জুড়ে।।


© Copyright Reserved
      Abhijit Halder
      15.02.2024