মনের গভীরে লুকিয়ে আছে অজানা ইতিহাস
রক্তের স্মৃতিমন্থর সব হারিয়ে গেছে আটলান্টিক মহাসাগরের গভীর জলে
মিশরের সাহারার মতো দহন আর নীলনদের গভীরতা চোখে বয়ে চলে অজস্র বছর।
কবিতার জন্য সমস্ত ত্যাগ মন থেকে মেনে নেওয়া
কি চেয়েছি জীবনে
অধিক কিছু পায়নি!
আর যা পেয়েছি তা অধিকের চেয়েও ঢের বেশি পাওয়া।

নিদ্রাহীন চোখে অজস্র রাত পাহারার নিশাচর এক পাখি আমি
ভালোবাসার পথে চলি
অজানা পথে চলি
অজানা পথিকের মতো সব হারানোর দুঃখ-দুর্দশা হৃদয় লালন করে চলি।
মানুষের জন্য ভালোবাসা আর মানুষের জন্য অবসাদ
দুটোই'ই মানুষের তৈরি কিন্তু এদের ভিতর ব্যবধান লক্ষ যোজনের সমতুল্য।
কাগজের পৃথিবী মায়াময় আমরা অভিমানী প্রাণী চিরকাল করি সংকল্প
কিন্ত তাতেও দ্বিধা থেকে যায় অজান্তে কোথাও উঁচু পাহাড়ের বুকে আঘাত খাওয়ার মতো।।

© Copyright Reserved
      Abhijit Halder
        24.12.2023