ফাগুন এসেছে
ফুল ফুটেছে গাছের ডালে ডালে।
জীবন্ত পথের চিহ্ন আরো জীবিত হয়ে
মানুষে মানুষে ভালোবাসা শিখিয়েছে।
নতুনের রঙ আবীর মাখা সংশয়
প্রগাঢ় ভালোবাসা আর ছোট ছোট শুভেচ্ছা
হাসিমুখে বলতে শিখেছি এমনকি হতো বাঁচতে বাঁচতে যদি ফুল না ফুটতো গাছের ডালে ডালে
তবে কি ফাগুন আসতো না !
পাখি কি ডাকতো না গাছের ডালে ডালে !
অজস্র শতাব্দীর প্রাচীন সভ্যতার ইতিহাসে লুকিয়ে আছে বেহিসেবী পাখিদের ডানা হারানোর দুঃখ-দুর্দশা
মানুষ পাখি পুষতে চাই না - বারুদের ভিতর আগুনের সূত্রপাত ঘটে পথে পথে কিংবা শূন্যতার নীড়ে।
বৃষ্টির দিনে একটুকরো মেঘ কিনে এনেছি পৃথিবীর আকাশ থেকে
বসন্তের হলুদ হাওয়া বাতাসে বাতাসে ভেসে ওঠে চোখের নিমেষে।
নিদ্রাহীন চোখে রাতের অন্ধকারে ঘাসের উপর পা রেখেছি আতঙ্কে - মানুষ হতে শিখেছি মানুষের বিরুদ্ধে।
আমার প্রতিটি নিঃশ্বাসে বেরিয়ে আসে বিষের প্রহর টলটলে
শরীর জুড়ে বিপ্লবের শিরা উপশিরা প্রখরতা মেলে।
ফাগুন এসেছে ফুল ফোটাতে
ফুল ফুটুক আজ থেকে বসন্ত হলুদ প্রহরের প্রবলতা দিয়ে।
© Copyright Reserved
Abhijit Halder
14.02.2024