পারছি না আর স্বপ্নের পথে চলতে
দেখতে দেখতে জীবন থেকে হারিয়ে গেছে একুশটি জীবন্ত বসন্ত
কেউ কথা রাখেনি একুশটি বছর
একা পথ চলেছি একা হেসেছি একা কেঁদেছি আর একা অভিমান করেছি পৃথিবীর সাথে।
রাত্রির নিকটে ফসলের মাঠে
কৃষকের চোখে ঘুম থাকে না চঞ্চলতা দ্বিগুন।
মানুষের শিরদাঁড়া বেয়ে নেমে আসে শোকের ছায়া আবছা।
আর চোখের ভিতর কষ্টের পাথর জমে।
আমার অনুশোচনার ভিতর মানুষের পরান্তবীটর
নাবিকের হৃদয় নিয়ে জিতে যাওয়া সমুদ্রের বুকে ঝড়ের তান্ডব
ভুলছি না একচুলও - কষ্টের ভিতর তোমাদের পূজনীয় আশ্রয় আমার জন্ম।
প্রাণের আলোয় বাড়ছি - সলতের নিকটে দীপশিখা পুড়ে ছাই
শেষবারের মতো ভাঙচুরে ছন্নছাড়া পথিকের মনে জড়তা সমান অঙ্কুশের লেলিহান শিখা চিরন্তন।
আমার সম্পূর্ণ চরিত্র রক্তমাংসে বাস্তব
তবুও স্বপ্নের ভিতর যে স্বাধীনতা আছে তা শব্দহীন অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম
গাছেদের বিহ্বলতা নিয়ে এসেছি এ সমস্ত আলো একাকার করতে।
তবুও নিদ্রাহীন চোখে বিনিদ্র রজনী ঝরে পড়ে
মাটিতে নক্ষত্রের জঠরে এমনকি পৃথিবীর বিপরীতে।।
© Copyright Reserved
Abhijit Halder
12.02.2024