দাঁড়িয়ে আছি একা
যেখানে দাঁড়িয়ে থাকলে কেউ কোনো দিন নাগাল পায় না ঠিক সেথা।
বিষন্নতার রোদে বাঁচতে চেয়েছি ঢের বেশি অনেক
কেউ পারেনি উন্নত চেতনার ভিতরে উপলব্ধি গড়তে
এমনি তো হতে পারতো অনেক কিছু জানালার পাশ থেকে দূরে সরে যাওয়া।
দাঁড়িয়ে আছি একা চিরকাল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়ে
পরাধীন হয়ে সংকর জীবনের অস্তিত্ব টিকে থাকে
আমি রাত্রি চেয়েছি তারাদের থেকে ভালোবাসার গভীরে তোমাকে ছিনিয়ে নিয়ে।
ঝরে যাওয়া গাছের পাতায় পাতায় আজ অনেক পাখি বসেছে শীত পেরিয়ে বসন্তের আগমনে
বাতাসের সঙ্গী হতে কেউ নেই কোথাও
কেউ আসেনি ভালোবাসার দুচোখে একটু খানি দহন কিনে নিতে।
শতাব্দীর পাতায় পাতায় কেঁপে ওঠে নিঝুম কবিতার উপমা
মহাসাগরের বুক থেকে অনেক জাহাজ পেরিয়ে গেছে পুরোপুরি
সেখানে শূন্যস্থান গড়তে দেখেছি আমি
স্বপ্নের ভিতরেও স্বপ্নের মায়াজাল বোনা আছে একতরফা।।
© Copyright Reserved
Abhijit Halder
11.02.2024