সম্পূরিত বিষণ্ণতায় দেখছি পৃথিবী
তারাদের যাতনা আর ভুলে ভরা সংগ্রাম নিয়ে এই এগিয়ে চলা আমার এবং মানুষের।
পাথরের ভিতর পাথর জমে
নদীর বুকে বালু জমে
উথালপাথালের জন্য।
রাতের বিপ্লব কাটে রঙমিছিলের সংকট হৃদয়ে পুষে।
পষনের অবতীর্ণ তেরম্ব প্রহর গুনছে বিনিদ্র চোখের পাতা
সামনা সামনি পৃথিবীর বিরাট খাতায় কেউ লেখেনি মৃত্যুর সংবাদ
হাতের শিরায় উপবাস পরে থাকে প্রেমের।
এক বিরাট সম্পর্ক বছরের পর বছর কাটিয়ে ওঠার পর
প্রত্যুষে ভেঙে যায় - সমস্ত শরীরের টুকরো উপটুকরো।
যে টুকরে আমি পুষে ছিলাম পৃথিবীর সমস্ত যুদ্ধ আর স্বাধীনতা দিয়ে
তা শেষ হয় চোখের নিমেষে ভদ্রলোক অদৃশ্য বিলীনতা নীলচে দহনের জোয়ারে।
আমাদের বিষণ্ণতার বিরুদ্ধে পথ চলা
তবুও বিষণ্ণতার বৃষ্টিতে ভিজে গেছে আমাদের পুরো পৃথিবীর মানচিত্র
তারপর কোনো এক শতাব্দীর শেষে প্রেমিক প্রেমিকারা এই শহর থেকে হারিয়ে যায়
নিখোঁজের নিষিদ্ধ বিজ্ঞাপন শহরে ভরিয়ে।।
© Copyright Reserved
10.02.2024
Abhijit Halder