যে পথে মানুষ নেই অচল
সে পথে হেঁটে যায় চঞ্চল।
মেঘেদের আসা যাওয়া আকাশের বুক জুড়ে
মানুষের আসা যাওয়া হৃদয়ের অঙ্গীকারে।
একশো বসন্তের ফুলের হাসিতে লুকিয়ে থাকে বেদনা
মানুষ বেদনা পোষে আর বদ্ধ পাখি খাঁচা ছেড়ে উড়ে যেতে চাই
মনুষ্যত্বের আগুনে পুড়ে ছাই হয় বিবেক।
নীলচে পাহাড়ের মতো দহনের ভিতর আছে পরাজয়।
প্রাচীন সভ্যতার ইতিহাসে অমরত্ব পেয়েছিল অনেক সুপুরুষ এবং সুনারী
বিধর্মী পৃথিবীতে এখন কিছু ভালোবাসা নেই
ভালোবাসা মরে গেছে আত্মদহনের ভিড়ে।
এই শহর দিনে দিনে বেড়ে ওঠে
দুচোখে আঁধার ভরিয়ে নেমে আসে পরাক্রমের ভাষা
তবুও মানুষের বিপ্লব আলোকবর্ষ দূরে
আমরা ক্রমে ক্রমে সরে যায় দূর-দূরান্তে।
© Copyright Reserved
Abhijit Halder
07.02.2024