সমস্ত শীতের রাতে কিছু থাকে না
বিরোহিত জীবনের অধ্যায়ে সংগ্রাম নেই মানুষের
বিবাদের বারুদে ভক্সীভূত হয় জীবন।
ঠিকানা নেই একচিলতে রোদ্দুর সমান
বাষ্পের বিন্দু ছড়িয়ে ছিটিয়ে থাকে বিঞ্জানের সূএে।
সচেতন পৃথিবীর মানচিত্রে প্রেমিকার খোঁজ নেই
যুগের পর যুগ
ভালোবাসা নেই অমৃত সমান।
সম্পর্কের ক্ষয়ে যাওয়া প্রহরে কেউ রাখেনি প্রেমিকের খোঁজ।
ডানা হারানো পাখির যন্ত্রণা তীব্র
আলোর ভিতরেও অন্ধকার পরিচ্ছন্ন।
রঙের ভিড়ে রঙ হৃদপিন্ডের দহন
তড়িৎ প্রবাহের চেয়েও ঢের বেশি উপলব্ধির মতো
শিরা উপশিরায় বিপ্লব আসেনি দুচোখে একুশ দফা রাজত্বের অবসান কাটিয়ে।
ঘরে ঘরে আলোর ভিতর দুচোখে অন্ধকার নামে
নীল আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন নেই চিরসত্য চিরস্থায়ী
মানুষ মানুষের ভুলে আজীবন বাঁচতে পারে না নিদ্রাহীন চোখে নির্লিপ্ত বাসনা পুষে।।
© Copyright Reserved
Abhijit Halder
05.02.2024