যে স্বপ্ন ছিল সে স্বপ্ন মরে গেছে
নিদ্রাহীন চোখে - পলাতক সমুদ্র আছে
পোড়ামাটির গ্রাম পেরিয়ে প্রান্তরের বুকে
জলতরঙ্গ জাগে।
চোখের ভিতর অভিমান বর্ষার দুঃখ
টের পায়নি শূন্য
অতিরিক্ত প্রেমে অপরাধ করে অরণ্য।
নদীর বুকে পাথর জমে পলি জমে জঘন্য
হাতের তালু উষ্ণতা শিথিল হয় সহসা
তারপর আসে রাত্রি অভিমান একরোখা।