এখানে সবুজ প্রান্তরে বসে ভাবছি অতীত
ফুলের ভিতর রঙ বদলের পালা
আর প্রেমের বাহানা , প্রেম নয় অজুহাতের পালা এলো সবে বসন্ত রঙের খেলা
চোখের দৃষ্টি পড়লো রোদে মিছে হলো অপেক্ষার পালা।

রাত্রির নিকটে ফসলের মাঠ পুড়ে ছাই শেষবারের অস্তিত্বে
আমরা মানুষের ভিতর মানুষ চিনি না
কেউ জানিনা অত্যাচার! শুকনো মরিচের গুঁড়ো
পাতার রঙ খসে যায় স্বপ্নের কথা কাটাকাটির জ্বরে
কি নিদারুণ নিদ্রাহীন চোখে দেখছি পৃথিবীর লীলাখেলা
হৃদয়ের ভিতর রভান্তর চাহনী - শুধোয় নিরাশা আঁধার
ভরিয়ে মনের আকুলে রক্তাক্ত শহীদ।


কেউ নেই কেউ নেই
এ এক রক্তাক্ত আঁধার এসেছে পৃথিবীর পথে পথে।
মানুষ মানুষকে চিনতে ভুল করে শিখনের নিয়মে
ছায়ার ভিতর ছায়ার অস্তিত্ব বাড়ে
হয়তো কোনো পুরুষ লিখছে অমঙ্গলের এক ভয়ঙ্কর প্রভাত
মানুষ অতিথি চিরকাল
চরিত্রের ভিতর আর এক চরিত্র আছে ওরঙ্গজেবের সন্তান।

এখানে সবুজ প্রান্তরে রক্তে মিশে গেছে ঘাস কিংবা মাঠের পর মাঠ
ভালোবাসেনি কেউ:- জ্বলন্ত সংকট নিরসনে সংলাপের তাগিদ কূটনীতিকদের রাজত্বের বিষের ছোবল চিরকাল এগিয়ে আসে
আসে বিদ্রোহ আসে যুদ্ধ
তবুও যুদ্ধের ভিতর দাঁড়িয়ে পথ চলছি জর মানুষের চেয়ে পৃথক।।


© Copyright Reserved
      Abhijit Halder
       31.01.2024