ফিরে আসেনি সময়
দুচোখ ভরে দেখিনি পৃথিবী
দেখছি না কিছুই! কিভাবে পৃথিবীর পথে পথে শূন্যতার মায়াজাল বোনা আছে
ঠিক তেমন।

চোখের ভিতর স্বাধীনতার স্বাদ মুছে গেছে ভালোবাসার সংকটে।
মানুষে মানুষে প্রেম নেই ভালোবাসা নেই
না কোথাও নেই।

ফিরে এসেছি তোমাদের হিজিবিজি শব্দের গভীরতা না বুঝে
বাষ্পের বিন্দু বিন্দু বিসর্গতা পদার্পণ করেনি করুণা
অভিমান বোঝা বড়োই শক্ত আর আকুলতা।

মেঘের সাথে মিশিয়ে দিয়েছি ভালোবাসার রঙ
কেউ চিনতে পারেনি ! অপরাধী চোখে বিদ্রোহ শ্রেয়
বিপ্লব আসেনি মানুষের অন্তরে
চিরকাল দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হয়েছি হাহাকার।

                  পথ নেই
                   পথ নেই

মানুষের জীবন দগ্ধতা আর বারুদের গন্ধ চিরকাল
চোখের ভিতর বৃষ্টি নামে যুদ্ধের
সময় আসলেই আবার পাল্টে যায় পৃথিবীর মানচিত্র।

© Copyright Reserved
     Abhijit Halder
      30.01.2024