নয়নের জলে তুলি ভিজিয়ে
গাছেদের পাতায় বিরহের গান
এতকাল কেউ খোঁজ রাখেনি বাইশ বছর
কেউ খোঁজ রাখার অনুগামী নয় আমি।
বিবেকের কাছে ক্ষমা প্রার্থনা করি শত শত প্রেমিকার হৃদয়ের চেয়েও তীব্র শোকে।

শীতের সমস্ত প্রাণীর ভয়াবহতা নিয়ে কবিতার ভাষা
পাখির জন্মের চেয়েও পরাধীন সংগ্রাম
থরথর রাত্রির বুক চিরে এগিয়ে যায় শত শত প্রেমিকার নাম
কাকে থুয়ে কাকে রাখি প্রথম আলোর সম্মুখ দ্বারে
চেনা নয় চেনা নয়; সে তো চেনা কেউ নেয়।
মস্ত বিভ্রম হয়েছে আমার পাষাণ বেদী ঝলমল।

বাইশ বছরের জীবনীর রেখাপাতে কেউ খোঁজ রাখেনি
বিশুদ্ধ নাগরিক কেউ নেই পৃথিবীর পথে পথে
শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে শূন্যতা আর ভগ্নদশার প্রখর চিহ্ন
কেউ দেখেনি নয়ন বুলিয়ে।
ব্যথার গভীরে ভালোবাসার মহাসাগর বানিয়ে
প্রতিনিয়ত সে মহাসাগরে জাহাজ ভাসিয়ে দুঃখ বিলায় দেশ বিদেশে।।

© Copyright Reserved
      Abhijit Halder
       29.01.2024