পৃথিবীর পথে হাঁটছি ছায়াঘেরা অরণ্যের অন্ধকারে
চোখের নিমেষে ভেজাল অতীত
রক্তের খোঁজে বিদ্বেষী।

পাতার ক্ষয়ে যাওয়া সময়ের ব্যবধানে এগিয়ে মানুষ
নক্ষত্র অতীত দিব্ভানিক্ত স্বপ্নের ভিতর মৃত
চোখের জলে ধুয়ে গেছে পুরানো প্রেম
কেউ কথা রাখেনি


         কথার ভিতর বিশুদ্ধ সরোবর


ছায়াঘেরা অরণ্যের দিনরাত্রি যাপন
দরজের বিবাদ এড়িয়ে অসহ্য উন্মাদ।
পাখির নীড়ের মত চোখ মেলে তাকিয়ে স্বপ্ন সত্য
নীল পৃথিবীর সমস্ত ত্যাগ মায়াবী সংগ্রাম।
তোমাদের বলা হয়নি পুরুষের জীবনের ত্যাগ
অবহেলার ভিতর শিকারের গন্ধ বেরঙীন শেষ ।


তফাতের শিরদাঁড়া বেয়ে নেমে আসে শোকের ছায়া
মাড়িয়ে যাওয়া ফুলের পরে
কথা নেই ফুলের সাথে মানুষের
কবে কার পরাজয় তাজা নিয়মের পিরামিড হয়ে দাঁড়িয়েছে মানুষ
নিদ্রাহীন দু'চোখে শেষ বিদ্রোহ বিদায়ের বিদ্বেষী সুর তুলে ফিরে আসে।।

© Copyright Reserved
    Abhijit Halder
    28.01.2024