পথের ভিতর পথ আটকে যায়
স্বপ্নের বাষ্পে চলি
চিরকাল পারিনি আমি চোখের জল ফেলতে
চোখের জল শুকিয়ে যায় - শিরা উপশিরা জুড়ে এখন বিষের রক্ত জমাট বেঁধে বরফে পরিণত হয়।

স্বপ্নের ভিতর চলছি পৃথক হওয়ার তাগিদে
কেউ কারো জন্য অপেক্ষা করে না
বেরঙীন পৃথিবীর মানচিত্র রঙিন মানুষ হারিয়ে যায়
কোনোখানে মানুষের হাহাকারে মৃত্যুদণ্ডের রেখাপাত ঘটে।

নীল আকাশের প্রতিবিম্ব দূরত্বের চোখে
রাতের বিপ্লব আসে না বিপ্লবীর পোশাকে
কংক্রিটের মতো ভেঙেচুরে নিঃশেষ হয়ে যাওয়া হৃদপিন্ড ষড়যন্ত্রের শিকার মানুষ।
নূতনের ভিতর পুরানোর অস্তিত্ব আছে
দহনের পর দহন তারপর শেষ ছায়াঘর
মানুষের চোখে স্বপ্ন মৃত হয়ে পুড়ে ছাই হয় পথিকের চলার পথ।

নিদ্রাহীন চোখে রাতের কবিতার জন্য আলোকিত সংগ্রাম অন্ধকারের পথে
কেউ কোনদিন দার্শনিকের ব্যথা বোঝেনি
হতাশ হয়েছে রয়ে যাওয়া শেষ সংভ্রমএ।।

© Copyright Reserved
     Abhijit Halder
      27.01.2024