নতুনের পথে এগিয়ে যাওয়া মানুষের কথা বলছি
নতুনের জন্য আগামীর চিরস্থায়ী নিয়মের সূত্র
বাছায় করা বেদনার স্মৃতিতে শুধু স্মৃতি ভোলানোর কথা বলছি ।
ছেড়ে যাওয়ার পর ধুলো ওড়াবার দিনে
কিছু হয়নি আমাদের
সমস্ত অভিমানের শেষে কেউ ঘরে ফেরে না
মুক্ত হয়ে যায় পৃথিবীর খোলা প্রান্তর এমনকি পররাষ্ট্রনীতি।
নীলচে পাহাড়ের উপর কেউ নির্ভয়ে উঠতে পারে না
ভয়ের জন্য আত্মদগ্ধ সংগ্রাম মানুষের
ফুলকে মাড়িয়ে যাওয়ার ভয়ঙ্কর যন্ত্রণা উড়ন্ত ঈগলের চক্ষুর মতো
এই মুহূর্তে আকাশের মতো নির্মল সাদা রঙের গভীরে ডুবে থাকা চঞ্চল শীতল রক্তের প্রাণী।
নতুনের পথে চলে যায় বিপ্লবী মানুষ
আমরা নিছক কল্পনার চরিত্রে বাস্তব অভিনয় শেষে বাড়ি ফিরি
আমাদের কোনো অধিকার বিতৃষ্ণা নেই
ভারসাম্য হারিয়ে ফেললে একটি পাতাও জলে ডুবে যায়
সন্ধ্যার রঙমিছিলে বিষাক্ত পতঙ্গের উপদ্রব বাড়ে
এমনকি একটি মানুষও প্রিয় মানুষের কাছে উপদ্রবতে পরিণত হয়।।
© Copyright Reserved
Abhijit Halder
26.01.2024