বাতাসে বাতাসে দূরত্বের বিপ্লব
জাহাজের গায়ে লেগে থাকা সম্ভাবনার রঙমাশুল উবে যায় চোখে
কেউ থাকে না ভালোবাসতে
নিদ্রাহীন চোখে নির্লিপ্ত কীটের ডুবে যাওয়া
আর কিছুই অবশিষ্ট থাকে না পৃথিবীর সরল থেকে উল্টো পিঠে।

মাঝরাত্তিরে ঘুম ভাঙলে মনে হয় কবিতা ফুলের মতো
অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে আছে প্রেমের মানচিত্র
সাদা কালো প্রেমের গভীরে নিরাপত্তার খোঁজ প্রেমিক প্রেমিকার
বাতাসের সঙ্গে মিশে আছে পৃথিবীর মানচিত্র।

নীরবে ঝরে যাওয়া বসন্তে ফুলের বাতাবরণ
নিদ্রাহীন চোখে রাতের মতো জীবনে নেই বিরহের চিহ্ন
নক্ষত্রের অভিমানে সমস্ত কিছুই মুছে যায় কংক্রিটের সংগ্রামে উচ্চতার জয়জয়কার থাকে
মানুষের দিকে তাকালে দেখা যায় না ভালোবাসার অস্তিত্ব
তবুও ভালোবাসা টিকে নেই ভালোবাসার মানুষের ভিতরে।।

© Copyright Reserved
      Abhijit Halder
       25.01.2024