নতুনের পথে অনন্ত যাত্রা
আলোকবর্ষের দূরত্বকে মুছে ফেলতে চেয়েছে পরিযায়ী পাখি
হৃদয়ের গভীরে ব্যথা জমেছে ভয়ঙ্কর
জলের ভিতর জলের বাষ্প উড়েছে রাত্রির অতীত
রক্তের চাপে শিরা উপশিরায় বিপ্লব আসে।
কঠিনের তরল উড়ে গেছে মানুষের হাড়ের হিম
টুকরো টুকরো নক্ষত্র ক্ষয়ে যাওয়া সভ্যতা
নীল আকাশের নিচে নেই পাহাড়ের দীর্ঘশ্বাস
কবিতা শব্দের অর্থ বোঝে
শুধু হেরে যাওয়া সৈনিকের বিনিদ্র রজনী নেমন্তন্ন উড়িয়ে দিয়েছে পুষ্পের বর্ষা।
গাছের পাতায় পাতায় কেঁপে ওঠা মানুষের চিরন্তন চিন্তা
পথের বাঁকে বাঁকে হারিয়ে যায়।
অজস্র শতাব্দীর ইতিহাস মানুষ জানে না
সভ্যতার আলো মানুষ দেখে না
শুধু অন্ধকার আর ছায়ার স্পর্শ নিয়ে আলোচনা উঁচু উঁচু দার্শনিক তত্ত্বে
তারপর চক্ষুহীন শিরার পারদে শীতের ফসল ঘরে ওঠে না কীটপতঙ্গের উপদ্রবে।।
© Copyright Reserved
Abhijit Halder
24.01.2024