বাতাসের গতিবেগে ভুল হয়েছে প্রাণের অস্তিত্ব
নাবিকের মৃত্যু ঘটেছে মৃত্তিকার টানে
এই বিরহের নামে দুচোখে আঁধার ভরিয়ে
ভালোবাসা নেই প্রেমের ভিতর।
হাঁটতে হাঁটতে এগিয়ে যাওয়া মানুষের জীবন সংগ্রামে
আবেগের কৌতুহলে সংশয় প্রগাঢ় হয়েছে শূন্যতার বৃষ্টির দিনে।
দিনের আলো সেপ্টেম্বরের বিষাদের বাতাসে ভেসে যায় হৃদয়ের গহীনে
প্রজাপতির ডানা থেকে থামেনি কেউ
বেঁচে থাকার অভিমানে।
রঙের চোখের সামনে জল আসেনি সৈনিকের পোশাকে
নীলচে পাহাড়ের চূড়ায় বেদান্তের নক্ষত্র ক্ষয়ে শূন্যস্থান হয়েছে অভিজিতের পক্ষপাতিত্বে।
মনের গভীনে রাজত্ব নেই আঁখি পাতে
আমরা ভুলিনি পাখিদের ছলনা অপরাধে জড়িত কারাদণ্ডে।।
© Copyright Reserved
23.01.2024