পৃথিবীর পথে পথে শূন্যতার বৃষ্টি
আকাশের চত্বরে আসেনি আলোর উপমা
তুলি দিয়ে গড়া শিল্পীর ছবিতে অন্ধকার আছে
কি নিদারুন নিদ্রাহীন চোখে বাতাসের প্রেমিকা হারিয়ে যাওয়ার মতো।
একটি নীল জোনাকির ডানা থেকে হারিয়ে গেছে স্বপ্নের প্রেমিকা
হয়তো নয়নের জলে মুছে ফেলতে হয়েছে অভিযোগে শত শত প্রেমিকার নাম।
রঙীন ধুলোর পর্বতমালা দেখেছি স্বপ্নের গভীরে
ডানা হারানো পাখির আর্তনাদের মতো
শত শত প্রেমিকের ডানা হারিয়ে গেছে আটলান্টিক সাগরের মোহনায়।
প্রেমিকা বলেছিল রাতে ঘুম হয় না
শহরের নিখোঁজ মানচিত্রে প্রেমিকার শিরোনাম
তবুও প্রেমিকার খোঁজ থাকে না
প্রেমিক তো ছন্নছাড়া পথিক পাগল বিচ্ছেদ।
পৃথিবীর পথে খোঁজ নেই ফিরে তাকানোর ফুরসৎ
বিচ্ছিন্ন ভালোবাসার মানচিত্রে প্রেম ফোঁটে না হৃদয়ের বসন্তে
মানুষ ব্যর্থ চ্যাপলিনির ছায়াপথে এগিয়ে
আর প্রেমিক - প্রেমিকা ডিসেম্বরের বিষণ্ণতার বৃষ্টিতে ভেজা গাছের অচীন পাখি রূপকথা।।
© Copyright Reserved
Abhijit Halder
22.01.2024