রঙমিছিল পার করে এসেছি
শহরে এখন প্রচুর বেহিসেবী পাখিদের ডানায় রোদ এসে পড়েছে
বসন্তের ফুলের বাহারে ভালোবাসা থাকে অফুরন্ত
নীরব আলো আসে হৃদয়ের ভিতর
আর কিছু হিসেবী পুরুষের জীবনে থাকে বিচ্ছেদ।
শহরের অট্টালিকা জুড়ে মানুষের অস্তিত্ব মিশে আছে
কোথাও পাহাড়ের দীর্ঘশ্বাসে স্বপ্ন থাকে মৃত নগরীর সমান
রঙে রঙে মিশে মানুষ এখন বেরঙীন।
দিনের ভিতর অন্ধকার লুকিয়ে থাকে
আলোর ভিতরেও অন্ধকার আছে
লুকানো সভ্যতার ইতিহাসে মানুষ অমরত্ব পায় না।
হেমন্ত আসে পাতা ঝরা কলঙ্ক নিয়ে
পৃথিবীর পথে ফিরে তাকালে মানুষের চিহ্ন থাকে না
কেন থাকে না ?
মানুষ মানুষকে কথা দেয় ফুসফুসের বাতাসে
কিন্তু সেকথা রাখে না মরুভূমির উষ্ণ হীনমন্যতায়।
আমাদের আজীবন পথ চলা দীর্ঘ রজনীর বুকে
চোখের বৃষ্টি ভেজা বর্ষনে বাহায়া সংকট
তবুও সমাধানের পথে কাঁটা দিয়ে ভরা চিরস্থায়ী।।
© Copyright Reserved
Abhijit Halder
21.01.2024