পথের পথিক শূন্যতা
অবহেলার সাথে বেড়ে উঠছি দীর্ঘকাল ধরে
একান্ত আপন মুহূর্তে কবিতার শব্দের অর্থ মরুভূমির মরীচিকার ব্যামোর মতো মনে হয়
কবিরা আলো দেখে না, ছায়াঘেরা অরণ্যের পথে কবিরা চলাচল করে।

দীর্ঘজীবী গাছেদের পাতায় বসন্তের পরশ লেগে থাকে
সভ্যতার আলো দেখানোর মানুষ থাকে না পৃথিবীতে।
স্মৃতি স্মৃতি পাহাড় জমা হয় বিনিদ্র রজনীর আঁখি পাতে।

মানুষ মানুষের তৈরি পথে চলে না
মানুষ অসহায় চিরকাল, বিস্ময়ের বিসর্জন ঘটে সমুদ্রের জলে
হাতের আঙ্গুলের বাঁকে ফুঁটে ওঠে বিষণ্ণতার দূরত্ব
হৃদয়ের দহনে কয়েকটি মৃত পাখি জ্বলে ওঠে নিঝুম দ্বীপের মহড়া গড়তে।
কবিরা কবিতার কথা বলে - ব্যথার প্রদীপে অবনমনের অস্তিত্ব ক্ষয়ে যায় দাঁতের জীবাশ্মের প্রাচীরে।।

© Copyright Reserved
      Abhijit Halder
      20.01.2024