এই কবিতা আলোকিত পথে এগিয়ে চলে
মৃত্যুর শোক মৃত্তিকার শোকের সমান
জন্মের জন্য বেড়ে উঠি আবার মৃত্যুর জন্য এগিয়ে যায়।
ভালোবাসার মৃত্যু আছে কি?
দেবতার বসতভূমিতে দেবতা কতজন !
আমরা মানুষ পূজারী দুয়ার খোলা
তবুও সে দুয়ার দিয়ে যাওয়ার অধিকার নেই আমাদের।

সাদা কাগজের উপর লাল কালি দিয়ে হত্যা করা হয়েছে মানুষের ভিতর থাকা দেবতাকে
সুন্দর ফুলও ঝরে যায় একসময় শব্দহীন
হৃদয়ের গভীরে যে অশান্ত এরিশাগ্রেনের বসবাস একান্ত নিভৃতে
বিনিদ্র রজনীর চাদরে উল্কাপাতের অস্তিত্বে টিকে থাকে তারা।
মানুষ দাঁতে দাঁত চেপে বাঁচতে শেখে।


ভালোবাসা হারিয়ে যায় পৃথিবীর চত্বর থেকে
কবিতা আলোর পথ দেখায় আবার কবিতা অন্ধকারের পথে চলতে শেখায়।
বাণিজ্য বায়ুর প্রভাবে এলোমেলো হয়ে গেছে প্রশান্তসাগরের সমস্ত পুরুষ প্রেমিক।
নারীরা প্রেমিকা হতে গিয়েও হতে পারেনি তীব্র শরীরের অসুখে
প্রশান্তসাগরের বুক দিয়ে পার হয়ে যায় শত শত জাহাজ
তবুও সেই জাহাজের মাস্তুলে দূরবীন রেখে প্রেমিকা খুঁজতে থাকে জাহাজে থাকা প্রেমিক পুরুষগুলো।।

© Copyright Reserved
      Abhijit Halder
       19.01.2024