সময়ের জন্য সময়
থমকে যাওয়া প্রহরে জেনেছি মানুষের অভিনয়
কয়েকটি মাংসের টুকরো দিয়ে একতা
কিংবা মৃত জোনাকির আলো দিয়ে এগিয়ে যাওয়া পথ।
এই পৃথিবীর সমস্ত ভালোবাসা নিঃসঙ্গ আর বিহেন্বিত রঙ্গনিয়া ফুলের মমত্ব ধারণ করে।
লাফানো প্রাণীর দূরত্ব মুছে
ধূসর পৃথিবীর মানচিত্রে বিষাক্ত কীটের চলাফেরা আরম্ভ।
রঙের ভিতর রঙ বদলে বেরঙীন হয় সভ্যতা
স্মৃতিচিহ্নের প্রখরতা এগিয়ে যায় সমুদ্রের ঢেউয়ের ভিতর থেকে মহাসাগরের বুক ভরা জোয়ারের সম্মেলিত পথে।

নূতনের অঙ্গীকার জুড়ে তাজমহলের পাথর
জীবনের অধ্যায়ে ঝরে যায় বিংশতীর পর্বে
তারপর মানুষ জন্ম ফিরে আসে।
চোখে আঁধার পেতে ভয়ঙ্কর অতিথীর আতিথেয়তা গ্রহণ
আসন পেতে সূর্য ডোবে হরিৎ বনে।
কবিতার পাতায় জেগে ওঠে বাতাসের গতিবেগ আর আলোর উজ্জ্বলতা বেড়ে যায় পৃথিবীর নির্ভিক পথে পথে।
হলুদ পাতার দাগ আর নদীতে ভেসে যাওয়া পাতার ব্যবধান জুড়ে
লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত হয় সুরেলা কণ্ঠ আর আগামী ভোরের গান।


© Copyright Reserved
      Abhijit Halder
        15.01.2024