অজস্র কবিতা স্বপ্নের পথে চলে
জীবনের জয়গান এই পৃথিবীর সাফল্যের জন্য
সিঁড়ি বেয়ে এগিয়ে যাওয়া জীবন
ব্যথ্যতায় থেমে যায় জীবনভর।
জীবনের অধ্যায়ে ঝরে যায় অজস্র পাতা
রঙের চোখে জলের প্রহর টলে
মাছরাঙা ভুলে যায় মাছ শিকারের পথ
কিংবা মৃত জোনাকির ডানায় বিরহের রোদ আসে।

সমস্ত প্রাণের উৎসব বৃথা
চোখের বৃষ্টি ভেজা রজনীর মতো মৃত নগরী
নিঃশ্বাস বেড়িয়ে আসে আয়ু
কত দিন বাঁচা যায় এই পৃথিবীর বুকে!
চিরস্থায়ী কিছু নয়, এই বেঁচে থাকাটায় সবচেয়ে বড় অস্তিত্ব আর সবচেয়ে জীবন্ত প্রাণ।
মৃতরা মরে না কিন্তু জীবিতরা মরে যায়
গাছেদের বিহ্বলতা জুড়ে স্বাধীনতা আর থাকে না
সার্বভৌমত্ব মুছে যায় আগুনের ইতিহাস আসে মানুষের মাঝে
পৃথিবীর পথে পথে শূন্যতা ছড়িয়ে ছিটিয়ে থাকে
রঙমিছিল বার হয় মানুষের হেঁটে যাওয়া পথে
আর সেই মানুষই রঙমিছিলের নেতৃত্ব দেয় প্রাণের আয়ু দীর্ঘায়িত থেকে সমাহিত করতে।।


      © Copyright Reserved
            Abhijit Halder
              13.01.2024