রাত্রি আসে কবিতার পাতায়
ভরে যায় স্বপ্ন ভরে যায় প্রেম
আগুনের ইতিহাস নিভে গিয়ে সভ্যতা হারিয়ে দেখি
আর কিছু নেই বাকী
অজস্র জন্ম পার হয়ে যায় স্মৃতির মোহনায়।

কবিরা কবিতার পথে চলে
চোখে চোখে আমৃত্যুর অবগাহনের জোয়ার আসে
ফুলের উপবাস পার করে ।
নদীর বুকে জড়িয়ে থাকে হলুদ পাতার শেষ ছাপ
ফসলের নীতি আর জাহাজের মাস্তুলে দিকনির্দেশনা পাল্টে যায়
আর পাল্টে যায় পৃথিবীর সমস্ত মানুষ।
ভালোবাসা থাকে না হৃদয়ে
ভালোবাসা শেষ হয় স্বপ্ন শেষ হয়
শুধু পড়ে থাকে অজস্র রজনীর পথ
যেপথে শুধু শূন্যতা ছাড়া আর কিছুই থাকে না
সেপথে মানুষ নিজের ছায়া মাড়িয়ে এগিয়ে চলে বিরহের জনকোলাহলের মতো।

রাত্রি আসে কবিতার পাতায়
আলোয় আলোয় ভরে যায় স্মৃতির বিলোচিত প্রেম
আর পথে প্রিয়জনের অপেক্ষা শেষ হয় একদিন
তারপর কবিতার কবিতা উৎসব পালিত হয় শহরের সবচেয়ে বড় ময়দানে।।


© Copyright Reserved
     Abhijit Halder
    08.01.2024