নিদ্রাহীন চোখে রাতের কবিতা বলে ওঠে নিঝুম অস্তিত্ব
কাদের জন্য বাঁচি আমরা
কাদের জন্য আমৃত্যু ক্রোধশূন্যতা লালন পালন করা
মানুষের জীবনে বিষাদের জীবাশ্মের বয়স বাড়ে
কবিতার পাতায় জেগে থাকে রাতের প্রহরী নিদ্রাহীন অবচেতনায়।
চোখের ভিতর স্বাধীনতার স্বাদ নেই
মৃত নগরীর বুকে ব্যস্ততা থাকে না মানুষের
আমাদের জন্য সমস্তকিছুই যেন ত্যাগের ভাষা সুন্দর ভাবে সমাদিত।
পথের চিহ্ন বিলীন হওয়া থেকে গাছেদের পাতার পরিবর্তন অনবরত ঋতুর দৌলতে।
সেকথা গাছ জানে শিকড়ের টান জলের সন্ধানে কতটা গেলে বেঁচে থাকা যায়
আর কতটা দূরত্বে পাতা ঝরে যায় সময়ের নিয়মে।
পলাতক রজনীর পথে আমরা দার্শনিকের হৃদয় নিয়ে চলি
পৃথিবী জুড়ে মানুষের অস্তিত্ব থাকলেও এ অস্তিত্ব চিরকাল থাকার নয় !
তারপর সমুদ্র প্রজন্ম থেকে নতুন মানবের উদ্ভব আর বিভংসের অঙ্গীকারে আবদ্ধ হয়ে মানুষ হারিয়ে যায় ছলনাময়ী নক্ষত্রের নামে দুচোখে আঁধার ভরিয়ে।।
© Copyright Reserved
Abhijit Halder
07.01.2024