রাত নামে দুচোখে
কিন্ত এই নিদ্রাহীন চোখে রাতের কবিতা জেগে থাকে আমৃত্যু।
জীবনের ক্রোধশূন্যতা আর বিবেকের আর্তনাদ নিয়ে মানুষের এই সমস্ত জয় পরাজয়।
কবিতা মরুভূমির মরীচিকার মতো লাগে
কিংবা পুড়ে যাওয়া আধঝলসানো ছাইএর কণা।

আমরা চিরকাল মানুষের কথা শুনিনা
শুনি পশু কিংবা আত্মভয়ঙ্করের কথা
নিভে যাওয়া আলোর প্রদীপে আর আলো জ্বালিনা
জীবন অন্ধকার স্বর্গ কিংবা মর্তের মতো লাগে
তারপর বহু প্রাচীন সভ্যতার ইতিহাসে অমরত্ব রেখে যায় মানুষ।

কবিতার জন্য সমস্ত প্রাপ্তি
এই কবিতার জন্য বেঁচে থাকা অনুপ্রেরণা অতি সংশয়াআপন্ন।
হৃদয়ের ভিতর শুকিয়ে যাওয়া নদীতে ঢেউ আসে উজ্জ্বল নক্ষত্র আলোকিত স্মৃতি উল্মোচিত নতুনত্বের ছোঁয়ায়।
কবিতার বয়স বাড়ে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ আর নতুন নতুন কবিতার জন্য বিনিদ্র রজনী নিদ্রাহীন চোখে নির্লিপ্ত স্বপ্নবাজ পথিকের বসবাস একান্ত নিজেই নিজের মতো করে।

   © Copyright Reserved
        Abhijit Halder
        06.01.2024