এক পৃথিবীর সূচনা থেকে বলছি আরেক পৃথিবীর কথা
এই বেঁচে থাকা চঞ্চল অভিমানী
আর মানুষ মানুষের ভিতর যুদ্ধ একান্ত আপন
নির্জনে বয়ে যায় মরুভূমির বালি মানুষের হৃদপিন্ডের ভিতর।

চলার জন্য পথ আর বাঁচার জন্য স্বপ্ন
মৃতের সমাধিতে ফুল শুকিয়ে যায়
চোখের ভিতর কষ্ট আর হাহাকারের আগুন জ্বলে
মানুষের চরিত্র মানুষই বদলায় দেশে দেশে যুদ্ধ আসে
প্রিয়জন হারানোর যুদ্ধ কিংবা নিদারুণ অবহেলার সংশয় বাড়ে
কি চাওয়া ছিল কি পাওয়া ছিল তবুও যা হারিয়ে গেছে তা ফিরে আসে না।
বিনিদ্র রজনী নিদ্রাহীন চোখে কেটে গেছে অজস্র প্রহর
মানুষ কথা দিয়েও কথা রাখার মর্যাদা রাখতে পারেনি
অভিমানে মরে গেছে কিংবা বিলীন হতে গিয়েছে পৃথিবী থেকে।
এক পৃথিবীর সূচনা থেকে বলছি আরেক পৃথিবীর কথা
এই বেঁচে থাকা মানুষের এই মরে যাওয়া মানুষের
স্বপ্নের ভিতরেও যুদ্ধ বাঁধে মানুষে মানুষে।।


© Copyright Reserved
      Abhijit Halder
      01.01.2024