একটি শামুক নিস্তব্ধতা বুকের ভিতর
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শপথ নেই আমাদের
শূন্যতার ভিতর দিয়ে পথ চলি
আমার সামনেও কেউ নেই
আমার পিছনেও কেউ নেই।
ফুলের পথ পেরিয়ে গিয়েও ভালোবাসা আসে না জীবনে
নক্ষত্র ক্ষয়ে গিয়ে বিলীন হয় মানুষের হেঁটে যাওয়া পথে
আর মানুষ স্বপ্নের ভিতর হারিয়ে যাওয়া ভালোবাসাকে খুঁজতে থাকে
কিন্ত পায়না সে ভালোবাসা !
একটি ফুলের চেয়েও কঠিন
একটি নদীর চেয়েও কঠিন
আমার সামনেও কেউ নেই
আমার পেছনেও কেউ নেই।
আমি একা পৃথিবীর সমস্ত মানুষ নিজের নিজেই একা।
আকাশের দিকে তাকিয়ে অনেক সময় হারিয়ে যায়
জীবনের অধ্যায় থেকে
তবুও মানুষের হৃদয়ে কখনও সময় বেশি বেড়ে ওঠেনি !
আমি যেমন পৃথিবীর পথে একা ঠিক তেমনি পৃথিবীর সমস্ত মানুষেরাও একা।।
© Copyright Reserved
Abhijit Halder
29.12.2023