চোখের ভিতর সমুদ্র
মনের ভিতর মরুভূমি
তবুও বলছি হৃদয়ের মাঝে আলো।
আকাশ হতে চাইনা
আকাশের প্রচুর দুঃখ আছে আর মেঘেদের বঞ্চনা
নদী হতে চাইনা
নদীর দুকূল ভাঙে জোয়ার আসে ভাঁটা আসে দুর্দশা বাড়ে।
আমি আগের জন্মে পাখি হতে চেয়েছিলাম
কিন্তু পাখি হওয়া সহজ নয়!
তাই এজন্মে আমি ব্যর্থ নাগরিক হয়েছি মানুষের কাছে হেরে গিয়ে।

অজস্র কবিতা লেখার জন্য পথ চলছি
অসংখ্য অচেনা পথে চলছি পৃথক হওয়ার তাগিদে
কবিতা আলোর পথে চলে কিন্তু কবিতার উৎস সেই বিদঘুটে অন্ধকার থেকেই।
কবিরা আজীবন ব্যর্থতা লেখে আর সেই ব্যর্থতা এগিয়ে চলে বেঁচে থাকার অঙ্গীকারে।

হৃদয়ের ভিতর ভালোবাসা
চোখের ভিতর বিপ্লবের সূচনা
আজীবন রজনীর বুকে লিখছি হারিয়ে যাওয়া ব্যর্থ মানুষের অব্যক্ত হৃদয়ের কথা।।

© Copyright Reserved
      Abhijit Halder
        28.12.2023