নিদ্রাহীন চোখে নির্লিপ্ত কীটের ঘর ভেঙে যায়
হৃদয়ের সংকটে
মানুষের জীবন সংগ্রামের পথ থেকে ফিরে আসে
এই কবিতা রাতের সম্বল অনন্ত যাএা
মানুষ পাপী মানুষ অপরাধ করে সবচেয়ে বেশি।
দীর্ঘ জীবনের চলার পথ চোখে ভিজে যায় আর্দ্রতা রজনীর প্রহরে
তবুও মানুষ অপরাধী চক্রকারে চলতে থাকে।


সাগরের বুকে আমৃত্যু ক্রোধশূন্যতা
মানুষের হৃদয় জুড়ে বিষণ্ণতায় ভরা
জলবায়ুর মতো পরিবর্তন হওয়া মানুষগুলো আর মানুষ থাকে না হয়ে যায় অভিন্ন হৃদয়ী।
কবিতা বিক্রি হয়
সমাজ বদলে যায় শাসন বদলে যায়
নিদ্রাহীন চোখে নির্লিপ্ত কীটের দল ঘর বাঁধে মনের সুখে।
মানুষ পাপী মানুষ অভিমান করে বহুদূরে চলে যায়
তবুও কবিতা আমৃত্যু জীবনের সঙ্গী সাথী সে কখনও করে না প্রবঞ্চনা এমনকি মিথ্যা প্রতিশ্রুতি।।


© Copyright Reserved
      Abhijit Halder
        19.12.2023