মানুষের জন্য পথ চলছি বেনিয়ম
সীমানা ছাড়িয়ে অবসাদ পুষেছি সংশোধন
তবুও চোখের সূচনাতে ধ্বসে গেছে সংকল্প।
তাচ্ছিল্যতার অধ্যায় আর বিবেকের ক্ষয়
সুনাম নেই অফুরন্ত নবরূপী অবক্ষয়।

পৃথিবীর পরিচয় ভুলে গেছে মানুষ
প্রতীক চিহ্ন পথিকের প্রাণ
আলো নিয়ে মিলিত অন্ধকার
সীমানা থেকে দূরে গেলে উধাও
তবুও স্বপ্ন উপসর্গ মানুষের জন্যেই স্থায়ী হয়।

নিদ্রাহীন মানুষের চোখে নদীর মতো জল
কখনো পরিপূর্ণ আবার কখনো শুকনো
তবুও মানুষ বেঁচে থাকে বাঁচার আশায়
শূন্যতাতে পোষা পাখি ও একদিন সবাইকে ফাঁকি দিয়ে উড়ে যায়।।

© Copyright Reserved
     22.12.2023
    Abhijit Halder