নিদ্রাহীন চোখে রাতের বিষণ্ণতা এসেছে পথিকের জীবনে।
আজীবন ভালোবাসা মনে ছিল না!
মানুষ একদিন অরণ্যের ছায়াপথ পেরিয়ে
শহরের শহীদ মিনারে ফুল দিয়ে মৃতজীবী প্রাণী হয়ে মৃত্যুবরণ করেছিল দুচোখে বেদনার অশ্রু ঝরিয়ে।
মানুষ চিরসত্য স্বপ্নজয়ের পথে এগিয়ে গিয়েও ব্যর্থ হয়
কবিতার পথে কবিরা চলে
ফুল ফোটে গাছে গাছে।
আমরা আজীবন বেঁচে থাকতে পারি না
আমরা পাপী চঞ্চলা একান্ত নিজে।
নিদ্রাহীন চোখে রাতের বিষণ্ণতা এসেছে পথিকের জীবনে।
মানুষের ভালোবাসা মিথ্যার পথে আশ্রিত রাষ্ট্রের সঙ্গে বেড়ে ওঠে।
তারপর কবিরা একসময় অজস্র কবিতা লেখার পর হারিয়ে যায় চিরতরে বিদায় জানিয়ে।।
© Copyright Reserved
12.12.2023
Abhijit Halder