গঙ্গা, যমুনা, সিন্ধু, নীল,
মিসিসিপি, আমাজন, নাইল।
তোমরা সকলেই পৃথিবীর শিরা,
জীবনের স্রোত, প্রাণের সঞ্চারা।
হিমালয়ের শীতল আঁচলে জন্ম,
সাগরে মিলন, শেষ পর্যন্ত।
তোমাদের তীরে গড়ে উঠে সভ্যতা,
কবিতা, গান, প্রেমের সাধনা।
বর্ষার রোদে তোমরা উন্মাদ,
শীতের কনকনে তোমরা শান্ত।
কৃষকের জীবন, জীবন তোমারই দান,
মৎস্যজীবীর আশ্রয়, স্বপ্নের জান।
তোমাদের ধারে বসে কবি লিখেছে কবিতা,
চিত্রকর আঁকে ছবি, মনোরম সৃষ্টি।
প্রেমিক যুগল বিনিময় করেছে শপথ,
তোমাদের সাক্ষীতে, চিরকালের মত।
কিন্তু আজ তোমরা দূষিত, ক্ষতবিক্ষত,
কারখানার বিষ, শহরের মলিনতা।
প্লাস্টিকের পানি, ফেনিলের ঝাপটা,
কোথায় গেল তোমাদের স্বচ্ছতা?
মানুষের অহংকার, লোভ, অন্ধকার,
তোমাদের নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে ধীরে ধীরে।
জাগো মানব, জাগো হেতু,
নদীকে বাঁচাও, পৃথিবীকে বাঁচাও।
আসো মিলে সবাই, হাতে হাত রেখে,
নদীকে পরিষ্কার করি, প্রাণকে বাঁচাই।
আগামী প্রজন্মের জন্য,
একটি স্বচ্ছ, সুন্দর পৃথিবী গড়ি।