বীর বিপ্লবের পথে চলি আমরা
সমস্ত মুক্তিযুদ্ধ একটাই।
ধ্বংসপ্রাপ্ত মেশিনগানের বুলেটে মৃত্যুযুদ্ধ
চোখের আগুনে পুড়ে যায় মানচিত্রের পাতা।
ভাগাড়ে পড়ে থাকা মৃতজীবীর অস্তিত্ব আমাদের
মুক্তির পথ খুঁজতে গিয়ে হারিয়ে যায় একসময় নিখোঁজের শিরোনামে।

এই পথ যদি শেষ না হয় তবে কবিতার জন্য সমস্ত পৃথিবী আলোকিত অধ্যায়
মানুষের চরিত্র মানুষই বদলায়
কবিতা ফিরে আসে রজনীর নিস্তব্ধতায় সাদা কাগজের পাতায় পাতায়।
বীর বিপ্লবের পথে চলি আমরা
তবুও হতাশা নক্ষত্রের পতন অসময়ে অসংখ্য জীবন ঝরে পড়ে মাটিতে পরমানু জীবনের শেষ সংগ্রামে।

একশো বছরের পুরানো কবিতা জীবন্ত হয়ে ওঠে
দগ্ধ মানুষের বিপ্লবের হৃদপিন্ডে
তবুও মানুষ পরাজয় বেছে নেয়নি
নিয়েছে টিকে থাকার অধিকার আর বিরুদ্ধাচারণ এর সংকল্প আর উড়ন্ত ফিনিক্স পাখির ডানার ছায়া।।


©Copyright Reserved
   Abhijit Halder
     25.12.2023