গিরিখাতে ডুবে গেছে স্বপ্নের জাহাজ
নিদ্রাহীন চোখে নতুন পথ আবিষ্কার করে
পাহাড়ের দেশ ছাড়িয়ে এসেছি
এই সবুজের প্রান্তরে
সবচেয়ে সরল কিংবা কঠিন হৃদয়ে।
এ জীবন উপহাস অস্তিত্ব দীর্ঘশ্বাসে
বেছিল রঙের পাতায় মানুষ এসেছিল
আবার সছিল রঙের পাতায় হারিয়েও গিয়েছিল।

নিদ্রাহীন চোখে মানুষ 'মানুষ' হতে পারে না
অজস্র জন্ম ধরে 'মানুষ' হওয়ার চেষ্টা করে
তবুও মানুষ 'মানুষ' হতে পারে না।
আলোছায়া রঙমিছিল মানুষের শোভা মিছিল
ব্যারিকেড ভাঙচুর আর শাসকের মিথ্যা অভিনয়
মানুষকে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেয়
আবার কিছু মানুষকে সিংহাসনে বসায় খ্যাতির নিরীক্ষে।।


© Copyright Reserved
      21.12.2023
     Abhijit Halder