গাছেদের বিহ্বলতা জুড়ে স্বাধীনতা নেই মানুষের হৃদয়ে
তবুও গাছেদের জীবন স্থির
আর মানুষ চঞ্চল অভিমানী প্রাণী চিরকাল।
কল্পনার ভিতর লুকিয়ে থাকে তিরস্কার চেতনা
অন্ধকার স্বর্গ খুঁজতে অপূর্ণ বুকের উপর অশ্রু ঝরে মানুষের।
একদিন পথ জীর্ণ হয় ক্ষয়ে যায় সময়
মানুষ হারিয়ে -পড়ে থাকে শুধু একগুচ্ছ শেষ স্মৃতিচিহ্ন
আর উঁচু উঁচু অট্টালিকা সব ধ্বংসপ্রাপ্ত স্তূপে পরিণত হয় সময় শেষে।।