আমি প্রতিনিয়ত যেসব পথ দিয়ে চলাচল করি কিন্তু সেসব পথ দিয়ে ফেরার সময় মনে হয় যেন পথের দুধারের গাছ'গুলো বলতে চাইছে অন্য এক পৃথিবীর কথা।
- জানিনা ! সেই পৃথিবীতে জল, অক্সিজেন, মরু, পাহাড়, আকাশ, বাতাস , সূর্যের আলো এমনকি প্রকৃতির সমস্ত উপাদান আছে কি না ??