সমাজ ও প্রকৃতির নিয়মানুসারে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই পরিবর্তনশীল কিন্তু আত্মার সাথে জীব দেহ ও জীবনের যে সম্পর্ক তা বহু জন্মের পুরানো।
- যখন আত্মা ও জীবের সাথে সুসম্পর্ক বজায় থাকে তখন জীবদেহ বেঁচে থাকে আর যখন এই সম্পর্ক থাকে না তখন জীবদেহের ভিতর থেকে প্রাণবায়ুর মৃত্যু ঘটে চিরকালের জন্য।
- এটাকে আমরা তখন 'জন্ম' ও 'মৃত্যু' বলে জেনে থাকি।