মনের গভীরে আছি নীরব
সংবেদনশীল ছায়ারেখায় নির্জন।
কেউ নেই আশে পাশে মনের জমিতে
অতিরিক্ত আলোর উৎসবে অংশহীন প্রভাশিক্ত।
যোগ বিয়োগের গণিতে সৃজনশীল পদ্ধতি বাতিলের পর প্রেমের অস্তিত্বে বিশ্বাসী প্রেমিক প্রেমিকাদের চোখে কেটে গেছে বহু রাত্রি।

ধুলোভরা পথে হেঁটেছি বহুকাল ধরে
কথার ভিড়ে মানুষের ভিড় অযোগ্য অধিকার
ছেড়ে যাওয়ার পর কিছু নেই দুচোখে শুধু বৃথা চুমু ছাড়া।
হাতের নেপথ্যে রয়েছে শক্তিশালী নতুনত্ব।