হেমন্তের পাতা ঝরা প্রহরে
স্বপ্নেরা উড়ে যায় হৃদয়ের জানালা দিয়ে
মেঘ থেকে বৃষ্টি আসে
মনের দুঃখ ধুয়ে দিতে।

   - নীল ডায়েরি