সবুজের চাদরে ঢাকা পৃথিবী,
   নীল আকাশে ভাসে মেঘের সিঁদুরি।
   ফুলের বাগানে মৌমাছি গুনগুন করে,
   পাখির কলরব মনকে ভরে।