নীল আকাশের মতো মনটা খোলা,
স্বপ্নের পাখি উড়ে বেড়ায় তোলা।
মেঘের ছায়ায় যখন মন ভারী হয়,
বৃষ্টির ফোঁটা ধুয়ে দেয় সব কষ্ট।
রংধনুর রঙে সাজানো সকাল,
কবিতার সুরে মন ভরে উঠাল।
প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাই,
জীবনের রংগুলো নতুন করে পাই।