মন পবনের দিনগুলো আমি চোখ মেলে দেখেছি
সমস্ত রঙের চোখে চোখ রাঙানি আর হৃদয়ের পার্থক্য
গভীর স্বপ্ন মৃত
দিনের পর দিন কেটে যায় অজস্র রাত্রি তিলে তিলে পাতা ঝরার মতো নিঃশব্দে।
একটি বৃষ্টির রাত্রিতে ভেজা ভেজা বুক কাঁপনের আকুতি
চোখের পাতায় পাতায় কেঁপে ওঠা আলেয়ার ছায়াচিত্র রঙিন
রঙিন স্বপ্ন
রঙিন অমানুষ।
পাপের কোঠায় পৃথিবী পরিপূর্ণ
প্রদীপ জ্বালিয়ে রাখা শূন্যতা
আকাশের চত্বরে মেঘছায়া রোদ্দুর সমাবেশে সুরাহা সুরঞ্জিত আঁখি পেতে দেখেছি নারীর অস্তিত্ব
প্রেমের টান।
শিকড়ের সন্ধানে মাটির টান জলের উচ্ছলতা আছে
বিদ্রোহীর পোশাকে রক্তের চিহ্ন
নতজানু পররাষ্ট্রনীতি ধর্মপ্রাণ মানুষের কাছেপিঠে নির্মম।