মৃত্যুহীন চেতনা আমাদের তাৎপর্যহীন
যুদ্ধযাত্রা থেকে ফিরে আসা সৈনিক আমরা
ভালোবাসার কথা বলি স্নেহের কথা বলি।

জলছবিতে আঁকা নিজের ছবিতে ধরা যায় না আত্মদৈর্ঘ্যের পরিমাপ
জ্ঞানী মানুষ হেরে যায় যুক্তির প্রশ্নে
আশ্রয়দাতা মানুষ নয় !
পৃথিবীর মৃত্যুহীন চেতনা আমাদের মাঝে।
একে একে দীর্ঘ রজনীর পথে দার্শনিক হারিয়ে যায়
অবাক পৃথিবীর অদ্ভুত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে।

শপথের শর্ত ভুলে যায় মানুষ
অপেক্ষারত সময় পার হয়ে যায় ষড়যন্ত্র গড়তে
শেষমেশ সান্ত্বনা জানানোর ভাষা থাকে না পৃথিবীর জন্য !
পুরনো নোবেল আবারও মাথাচাড়া দিয়ে ওঠে
সম্পূর্ণ চরিত্র রক্তমাংসে বাস্তব কোনো বাঁধা ছাড়াই
মৃত্যুহীন চেতনা তাঁদের দিনের পর দিন বয়ে চলে
তাঁদের হৃদয়ে গোটা দেশের সমাজ চিএ ফুটে ওঠে।।

© Copyright Reserved
      Abhijit Halder
        17.12.2023