কবিতা:- মাঝ- রাত্রি
লেখক:- অভিজিৎ হালদার


সময়টা বড়োই খারাপ
মাঝরাত্রে ঘুম ভেঙে গেলো
অমাবস্যার গভীর রাতে
চারিদিকে শুনসান পরিবেশ।
অমনি এক ছায়ামানব
এদিক ওদিক চলাচল করছে
আমাকে দেখতে পেয়েই সে
অদৃশ্য হয়ে গেলো ;
আমি কিছুটা ভয় পেলাম
হৃৎপিণ্ড জোরে জোরে চলতে লাগলো
কিছুটা জল খেলাম
তারপর আবার বিছানায়
শুয়ে পড়লাম।
দেখতে দেখতে গভীর ঘুমে
একা মাঝরাত্রির সুন্দর নগরীতে
আলোর শোভা চোখের ভিতরে ;
কত সুন্দর সুন্দর মিনার
এক পায়ে দাঁড়িয়ে আছে।
অমনি হঠাৎ করে ভোরের আলোয়
ঘুম ভেঙে গেলো আমার।।