দুচোখে ছুঁয়ে যায় অহমিকা
মনের স্তব্ধ জলরাশি চঞ্চল হতে পারে না
স্পন্দনহীন আর্তনাদ মানুষের
এ আমিত্ব নয় ঝড়ে পড়ার !
সূর্যের বিপরীতে স্নান করেনি জ্যোৎস্না ফুল
ফুল ছোঁয়ার স্পর্ধা নেই মানুষের।
কি হবে এইসব গাদা গাদা কবিতা গল্প উপন্যাস লিখে
প্রতিদিন জীবনের মূল্য কমে - জীবন থেকে বয়স কমে
এর চেয়ে বরং আকাশ হলে লাভ হতো
কিন্ত তাতেও দ্বিধা আছে আকাশের মনে বড় ক্ষোভ
রঙ পাল্টায় ঝড় বৃষ্টি আসে
তার চেয়ে বরং অন্য কিছু হওয়া শ্রেয়।।
© Copyright Reserved
Abhijit Halder
16.12.2023