কবিতার পথে চলছি নীরব
হতাশার অধিকারে হস্তক্ষেপ করেনি কোনো কিছু উপেক্ষার
রজনী নিদ্রাহীন চোখে নির্লিপ্ত বাসনায় কেটে গেছে বহু সময়।