কবিতা চিরকাল জন্মেছে খাতার বুকে
ছড়িয়ে ছিটিয়ে আছে মায়াবী রাত্রি চোখের গহীন অতলে।
কবিতা তুমি থেকেছো খাতার উপরে কলমের কালিতে।
কাগজে বড় বড় ছাপা ছাপা অক্ষরের শিরোনাম জুড়ে ।
রঙীন পাখি পুষতে চেয়েছিলাম দুরন্ত বালক হয়ে
উচ্চগতির মেঘ আকাশ হারিয়ে যায় বৃষ্টি আসে বৈভব নিক্ষিপ্তে।
অন্তরে বাহিরে কবিতা আছে মিলেমিশে
চিরচিরাগের ধূলিয়ান বৈকুণ্ঠ কৃষ্ণরাধে।
চোখের জলে ভেসে যাওয়া অলস দুপুরের বৃথা উপন্যাসের পাতায় সূচিপত্র নেই চরিত্র চিনে নেবার!
কবিতা আছো তুমি হৃদয়ের ভিতর বিশুদ্ধ পদ্মপাতার জল হয়ে।