কবিতা আমার জন্য চিরকাল জন্মেছি
কবিতা আমার জন্য চিরকাল জন্মেছি এই পৃথিবীর ধুলো ভরা সবুজের সমারোহে।
আমি কবিতা লিখেছি তোমার জন্য
কবিতা আমার জন্য চিরকাল নতুনত্বের ছোঁয়া লাগে হৃদয়ে
পথের ধারে স্থির গাছেদের কথা আছে সুনীল গহ্বরে হারিয়ে যাওয়া মৃত চাঁদের আয়ুষ্কাল জুড়ে।